আসবাবের সঠিক যত্ন
আমাদের ঘর সাজানোর অন্যতম অংশ হলো আসবাব। কাঠ, ধাতু, চামড়া, বেত বা ফ্যাব্রিক আসবাবের উপকরণ যেমনই হোক না কেন সঠিকভাবে যত্ন না নিলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই আসবাবের ধরন অনুযায়ী যত্ন নেওয়াই সবচেয়ে ভালো। চলুন জেনে নেই, কোন ধরনের আসবাবের যত্ন কীভাবে নিতে হবে।
রঙ করা আসবাব
যেসব আসবাবে রং করা থাকে সেগুলোকে দীর্ঘদিন সুন্দর রাখতে নিয়মিত পরিষ্কার করা জরুরি। প্রতিদিন শুকনো কাপড় দিয়ে ধুলো ঝেড়ে নিন এবং মাঝে মাঝে ভেজা কাপড় দিয়ে মুছুন। যদি কোথাও রঙ উঠে যায় তাহলে সেই অংশে নতুন করে রং লাগান বা প্রয়োজন হলে অয়েল পলিশ করুন।

কাঠের আসবাব
কাঠের আসবাবে সাধারণত বার্নিশ করা থাকে। এই কারণে এটি পানির সংস্পর্শে এলে নষ্ট হতে পারে। তাই কাঠের আসবাব পরিষ্কারের সময় কখনোই ভেজা কাপড় ব্যবহার করবেন না। শুকনো কাপড় দিয়ে ধুলো পরিষ্কার করুন এবং মাঝে মাঝে অয়েল পলিশ বা ওয়াক্স লিকুইড লাগান, যাতে উজ্জ্বলতা বজায় থাকে।
চামড়ায় মোড়া আসবাব
চামড়ার আসবাব একটু বেশি যত্নের দাবি রাখে। দীর্ঘদিন ভালো রাখতে হলে রোদ ও অতিরিক্ত তাপ থেকে দূরে রাখুন কারণ এতে চামড়া শুকিয়ে ফেটে যেতে পারে। পরিষ্কারের জন্য সাদা ভিনেগার ও পানি মিশিয়ে নরম কাপড়ে ভিজিয়ে মুছে নিন। এরপর চামড়ার জন্য বিশেষ সাবান দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে আবার মুছুন। নিয়মিত চামড়ার পলিশ করলে আসবাব অনেকদিন নতুনের মতো থাকবে।
গদিমোড়া আসবাব
সোফা বা গদিমোড়া চেয়ার সুন্দর রাখতে হলে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে। কারণ এতে কাপড়ের রং ফিকে হয়ে যেতে পারে। গদি পরিষ্কারের জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। কুশন বা কভার মাঝে মাঝে উল্টে ব্যবহার করুন। এতে দুই পাশ সমানভাবে ব্যবহার হয় এবং একই জায়গায় বেশি চাপ না পড়ে।

বাঁশ ও বেতের আসবাব
প্রাকৃতিক উপাদানে তৈরি আসবাব যেমন বাঁশ, বেত, হোগলা বা গোলপাতার আসবাব সহজেই শুকিয়ে যেতে পারে। তাই রোদ ও অতিরিক্ত তাপ থেকে দূরে রাখুন। প্রতিদিন ধুলো ঝেড়ে ফেলুন এবং ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ফাঁকে জমে থাকা ময়লা পরিষ্কার করুন। এই আসবাবের আর্দ্রতা বজায় রাখতে মাঝে মাঝে হালকা গরম পানি ছিটিয়ে দিতে পারেন।
আসবাব শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না। এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। তাই এগুলো যত্নের অভাবে নষ্ট হতে দেওয়া উচিত নয়। নিয়মিত পরিষ্কার ও সঠিক উপায়ে যত্ন নিলে আপনার পছন্দের আসবাব অনেক বছর সুন্দর ও টেকসই থাকবে।