নারী দিবসে ৮ উদ্যোক্তা পেলেন সাহসিকা সম্মাননা

‘বাধ ভেঙে দাও…’গানে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে হয়ে গেলো সাহসিকা-নারী উদ্যোক্তা সমাবেশ ও সম্মাননা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বপ্নশীলনের উদ্যোগে এ আয়োজনে সারাদেশের দেড় শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা তুলে দেন।
এতে বিভিন্ন ক্যাটাগরিতে আটজন প্রত্যয়ী নারী উদ্যোক্তার হাতে তুলে দেওয়া সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা। এ বছর প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন ক্যাটাগরিতে ড. আফরোজা পারভীন (নির্বাহী পরিচালক, নারী উন্নয়ন শক্তি), প্রযুক্তি ও উন্নয়ন ক্যাটাগরিতে নিশাদ নার্গিস (নকিব টেকনোলজি), ফ্যাশন ও লাইফস্টাইল ক্যাটাগরিতে অভিনেত্রী রিচি সোলাইমান (ইটারনাল বিউটি লাউঞ্জ), টেকসই পণ্য ক্যাটাগরিতে মাকসুদা খাতুন (শাবাব লেদার), শিশুশিক্ষা ক্যাটাগরিতে ঈশিতা জাহাঙ্গীর (কারুপীঠ পাপেট), গৃহপণ্য ক্যাটাগরিতে জেবিন সুলতানা (জারা ফ্যাশন), ঐতিহ্যপণ্য ক্যাটাগরিতে নিগার সুলতানা (আরুবাস কালার বুটিস) এবং পর্যটন ও বিনোদন ক্যাটাগরিতে ফাতিমা সুলতানা উর্মি (ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড, খুলনা) সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা লাভ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খান। এছাড়া যমুনা ব্যাংক পিএলসি হেড অব এসএমই, এনএইচএন নুসরাত, বিকাশ লি. এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অনিরুদ্ধ সেন গুপ্ত, দ্য সিটি ব্যাংক পিএলসি সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ওমেন ব্যাংকিং ব্রাঞ্চ হেড ফারহানা আক্তার উপস্থিত ছিলেন।
আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য দেন লেখক, গবেষক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা। একটি বিশেষ প্রকাশনাটিতে সাহসিকা আয়োজনের সাফল্য কামনা করে সম্মাননাপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে বানী দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। নতুন উদ্যোক্তা সৃষ্টি ও তাদের দক্ষতা উন্নয়নে স্বপ্নশীলনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানের শুরুতে দুটি প্যানেল আলোচনায় আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মিস নুরুন্নাহার, যমুনা ব্যাংকের এসএমই বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রমাকান্ত দাস, নারী উন্নয়ন শক্তি নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, দ্য সিটি ব্যাংক পিএলসি সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ওমেন ব্যাংকিং ব্রাঞ্চ হেড ফারহানা আক্তার, এবং অভিনেত্রী, মডেল রিচি সোলাইমানসহ আরও অনেকে।
উৎসবমুখর এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে বিকাশ লি., দ্য সিটি ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স ও যমুনা ব্যাংক, নারী উদ্যোক্তা ফোরাম, উইসেন এন্ড ই কমার্স ট্রাস্ট, মেমোরিস ও ঢাকা রিজেন্সি হোটেল এবং প্রচার সহযোগী পাক্ষিক অনন্যা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও চ্যানেল আই।