কখন হবে সামাধান খানি!
পিয়াল ইশরাত
প্রকাশ:
-
কখন হবে সামাধান খানি!
-
হাঁটতে হাঁটতে একটা নুড়ি ঠুকতে ঠুকতে যাচ্ছে দূরেই।
-
র্নিবাক ভাসা বুক
-
র্নিবাক ছোট মুখ
-
একার বুকে স্বপ্ন ভাসে।
-
এবার সুখে সবাই হাসে
-
চোখ মুছে দেয় ভিজিয়ে কাজল
-
আকাশ বিছিয়ে সাদা আঁচল
-
কখন হবে জানা জানি!
-
কখন হবে সামাধান খানি!
-
খাচ্ছে মাথায় খাচ্ছে বাড়ি
-
ভাবনাগুলো গড়াগড়ি
-
ঠুকতে ঠুকতে যাচ্ছে দূরেই
-
নিঃশব্দে হেঁটে যাওয়া
-
নিঃশব্দে চেয়ে যাওয়া
-
হাঁটতে হাঁটতে একটা নুড়ি ঠুকতে ঠুকতে যাচ্ছে দূরেই।
-
একলার পথটা নির্লিপ্ত বহুদূর।
-
হাঁটতে... হাঁটতে... হাঁটতে... হাঁটতে...
-
কখন হবে জানা জানি!!
-
খাচ্ছে মাথায় খাচ্ছে বাড়ি
-
ভাবনাগুলো গড়াগড়ি
-
ঠুকতে ঠুকতে যাচ্ছে দূরে।
-
হাঁটতে হাঁটতে একটা নুড়ি
-
সব্বাই সবার অজানা বাণী।
-
ডুকরে কাঁদে, ছোট্ট মুখখানি;
-
নিশ্চুপ বেঁচে থাকি
-
নিঃশব্দে দিয়ে যাওয়া;
-
হাঁটতে হাঁটতে একটা নুড়ি
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
হাঁটতে হাঁটতে একটা নুড়ি