Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মেঘের এপার ওপার

বুকের চাতালে কষ্টরা জমাট বাঁধে
অসহ্য নিরেট বরফের মতো;
হিমহিম শীতের তীব্রতায়
নিঃশ্বাসের সবুজ প্রকৃতি জুবুথুবু।
আমি বলি, দ্রুত নেমে পড়ো
সুউচ্চ আল্পসের রক্তহিম চূড়া হতে।
ঘুরে দাঁড়ানোর তাপে গলে যাক বিরহ,
জলের গান ছন্দ তুলুক চোখের তীরে।
কালো মেঘেরা ঢেকে দিতে পারে
তেজোদ্দীপ্ত সূর্যের আলোকচোখ।
মেঘের এপারে অন্ধকার
ওপারে প্রসন্ন রবির আলো।
মেঘ গলে পড়লেই নামবে অঝোর বৃষ্টি,
বৃষ্টির মিছিল ভাঙতে পারে একাকীত্ব।
অবশেষে বরফ গলা নদীতে
ধুয়ে যাক দুচোখের সব বিষণ্ণ ধুলো।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ