শরৎ যে এসে গেছে
গ্রীষ্ম বর্ষার উত্থান – পতনে
ব্যস্ত সবাই নতুন বরণে।
কাটিয়ে সকল ক্লান্তি যেথায়
রং ধরছে সকল প্রশান্তি হেথায়।
পাল তুলেছে নদীর মাঝি
কণ্ঠে জেগেছে ভাটিয়ালি বাজি।
ধানের ক্ষেতে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা
সবুজে লেগেছে ফসল বিলাসী হাওয়া।
আকাশে জমেছে নীলের মেলা
তুলোয় ভাসাল সাদা মেঘের ভেলা।
শিউলি ঝরা সকালে মন মেতে উঠেছে
কাশ-কন্যার হাতছানি কানে কানে বলে গেছে
শরৎ যে এসে গেছে।
অনন্যা/এসএএস