অমৃত অক্ষরে
যেতে তো হবেই
কেউ আগে, আর কেউ পরে,
কিন্তু এখনো কখনো কাঁটা ফুটলেই
তোমার কথা, খুব মনে পড়ে।
কাঁটার বন্ধু আমার
ব্যথার বন্ধু আমার
এখানে সকলেই ফুলের বন্ধু হয়।
ফুল ঝরে গেলে
শুকিয়ে গন্ধ উবে গেলে
বন্ধুত্ব টিকে থাকে কিনা সংশয়।
কাঁটার আঁচড়ে বুকে যে দাগ কেটে গেলে
গাছে প্রতিটি নতুন ফুল ফোটার আগে
ভুগি এখনো সেই যন্ত্রণা-জ্বরে।
অমৃত ফলা অক্ষরে
বিষজ্বালা বন্ধু আমার
তোমার কথা, খুব মনে পড়ে।