Skip to content

২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এই বসন্তে

এই বসন্তে শুধু বারুদের গন্ধ
এই বসন্তে শুধু মানুষের দ্বন্দ্ব,
সম্প্রীতি নেই ভালোবাসা নেই কোথাও
এখনো তো আছে সময়, মানুষ বাঁচাও।

 

এই বসন্তে হলুদ হয়েছে ব্যর্থ
এই বসন্তে মলিন তীর্থক্ষেত্র ,
দেখ অযোগ্য শাসক পুড়ছে সময়
কত শিশু-নারী আজ কালঘুম ঘুমায়।

 

এই বসন্তে আজ বিপন্ন কোকিল
এই বসন্তে গান গাওয়া মুশকিল ,
অস্থির মন, ঘুমহীন চোখে যুদ্ধ
উগ্রচণ্ডা তুমি কবে হবে শুদ্ধ ?

 

এই বসন্তে ভেসে যায় মেঘমন্দ্র
এই বসন্তেই কাঁদে সূর্য-চন্দ্র ,
পারমাণবিক যুদ্ধের কাছে দাঁড়িয়ে
বসে আছি আমি মানবতা বুকে জড়িয়ে।

 

এই বসন্তের খেলা যুদ্ধ-যুদ্ধ
এই বসন্তে মানুষ বড়ই ক্ষুব্ধ ,
মন ভালো নেই, মন ভালো নেই আমার
বনে নেই ফুল, বিভীষিকাময় খামার।

 

এই বসন্তে থামুক যুদ্ধবিমান
এই বসন্তেই হোক যুদ্ধাবসান,
যুদ্ধবন্দি ঘরে প্রেম ফিরে আসুক
ভোরের পাখিরা কলরব করে উঠুক।

 

উৎসর্গ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অসহায় মানুষকে

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ