Skip to content

২২শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দিগভ্রান্ত চাঁদ

কুয়াশায় কাতর  পথ, 
চোখ আটকে যায় ধোঁয়াশায়
পর্বতময় পথে হাঁটতে থাকে পথিক
উঁচু নিচু পথে হোঁচট খায় পৃথিবী 
ঘুমন্ত পৃথিবী যন্ত্রণায় জেগে ওঠে। 

 

ঝরনা হয়ে অশ্রু নিবারণ করে অনবরত 
অসহায় সূর্য শুকিয়ে দেয় অশ্রু দাগ
চাঁদের দাগ সেই কলঙ্কই।
পর্বতময় পথের পথিক দিগভ্রান্ত চাঁদ। 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ