মুক্তির স্বাদ
পাক হানাদারের শোষণ শেষে
বিজয়ের ক্ষণ আসে
মুক্তির স্বাদ পায় বাঙালি
খুশিতে মন ভাসে।
লক্ষ প্রাণের বিনিময়ে পাই
কষ্টের স্বাধীনতা,
আনলে যারা সুখ স্বাধীনতা
তোমরা দেশের ত্রাতা।
বাঁধন হারা পাখির মতই
মুক্ত আজ প্রাণ,
মুক্তির স্বাদ নিয়ে গাই
স্বাধীনতার গান।
স্বাধীনতা এখন ঘরে ঘরে
বাঁধন হারা সুখ,
স্বাধীনতার ইতিহাস লিখে
গর্বে ভরে বুক।