Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব মা দিবস আজ

আজ মে মাসের দ্বিতীয় রবিবার। বিশ্ব মা দিবস আজ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় বিশ্ব মা দিবস। যার জন্য পৃথিবীতে আলোর মুখ দেখে প্রতিটি সন্তান সেই মায়ের স্মরণে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর জন্য পালন করা হয় বিশ্ব মা দিবস। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর জন্য কোন দিনক্ষণের প্রয়োজন হয়না তবুও আজ মাকে গভীরভাবে স্মরণ করার দিন। 

 

প্রাচীন গ্রিসে মা দিবস পালনের প্রচলন থাকলেও তা আধুনিককালে প্রবর্তন করেন এক মার্কিন নারী। ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামের নারী মারা যায় এরপর তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস তার মায়ের কাজকে স্মরণীয় করে রাখাতে চান। আর তাই ১৯০৫ সালে তিনি তার সান ডে স্কুলে প্রথম এ দিনটি মাতৃ দিবস হিসেবে পালন করেন। এরপর আনা মারিয়া ১৯০৭ সালের এক রবিবার স্কুলের বক্তব্যে মা দিবসের গুরুত্ব ব্যাখ্যা করেন।

 

তবে, ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রবিবারকে ‘মা’ দিবস হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করে। এরপর থেকে বিশ্বব্যাপী মা দিবসের যাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় বিশ্বের প্রায় শতাধিক দেশে মর্যাদার সঙ্গে মা দিবসটি পালিত হচ্ছে। 

 

এই পৃথিবীতে মায়ের মতো আপনজন আর কেউ নেই। তাই আমাদের প্রিয় মা কে এই দিনটিতে স্মরণ করি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ