Skip to content

১০ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের দেশ

আমাদের দেশ পাখিদের দেশ
প্রভাতে ও সাঁঝে কোলাহল বেশ
কুহু কলতানে
আমাদের দেশ সবুজের দেশ
গাছ পালা বাগে অপরূপ বেশ
ফুলেদের ঘ্রাণে।

 

আমাদের দেশ ঋতুময়ী দেশ
বিল-ঝিলে আর নদীনালা বেশ
সুভাষিত রূপে
আমাদের দেশ স্বাধীনের দেশ
সবুজে ঘেরাও মসজিদ বেশ
গাঁয়ে গাঁয়ে স্তূপে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ