আমাদের দেশ
আমাদের দেশ পাখিদের দেশ
প্রভাতে ও সাঁঝে কোলাহল বেশ
কুহু কলতানে
আমাদের দেশ সবুজের দেশ
গাছ পালা বাগে অপরূপ বেশ
ফুলেদের ঘ্রাণে।
আমাদের দেশ ঋতুময়ী দেশ
বিল-ঝিলে আর নদীনালা বেশ
সুভাষিত রূপে
আমাদের দেশ স্বাধীনের দেশ
সবুজে ঘেরাও মসজিদ বেশ
গাঁয়ে গাঁয়ে স্তূপে।