তালের পিঠা
ভাদর মাসে আদর বাড়ে
জামাই এলে বাড়ি
যদি জামাই নিয়ে আসে
সঙ্গে মিষ্টির হাঁড়ি।
জামাই দেখে শাশুড়ি তাঁর
বানায় তালের পিঠা
পিঠা খেয়ে বলে জামাই
বেশ হয়েছে মিঠা।
সাধের পিঠা খেয়ে জামাই
বাড়ি ফিরে যায় না
বউয়ের সাথে ঝগড়া বাঁধে
তাইতো বউয়ে খায় না।