Skip to content

১০ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ডিপফ্রেশের সঙ্গে সদাগর ডট কমের সমঝোতা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ব্র্যান্ড ডিপফ্রেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো দেশীয় অনলাইন শপ সদাগর ডট কম। সম্প্রতি রাজধানীর গুলশানে ডিফ্রেশের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় এখন থেকে বাংলাদেশজুড়ে ডিলারমূল্যে ডিপফ্রেশের সকল পণ্য উদ্যোক্তাদের জন্যে বাজারজাত করবে সদাগর ডট কম।

 

গুলশানের সদাগর ডট কমের প্রধান কার্যালয়ে ডিপফ্রেশের বাংলাদেশী ডিলার মিরা ট্রেডিংয়ের তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা গোকেল আদিগুজেল, সৈয়দ হেমায়েত উদ্দিন, ফৌজিয়া রহমান আঁখির সাথে সমঝোতা চুক্তি করেন সদাগর ডট কমের সিইও আরিফ চৌধুরী, সদাগর.কমের সিএসও মো. জাহিদুল আলম শাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই চুক্তির আওতায় এখন থেকে বাংলাদেশজুড়ে ডিলারমূল্যে ডিপফ্রেশের সকল পণ্য উদ্যোক্তাদের জন্যে বাজারজাত করবে সদাগর ডট কম।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদাগর ডট কমের সিইও আরিফ চৌধুরী বলেন, আমাদের জন্য এটা অনেক আনন্দের ডিপফ্রেশের সঙ্গে যুক্ত হতে পারা।  আশা করি আমরা দেশজুড়ে সকল উদ্যোক্তাদের চাহিদা পূরণ করতে পারবো।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ