Skip to content

৯ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বর্ষা মৌসুমে ঘরোয়া পদ্ধতিতে কাশি সারাতে যা করবেন

এখন চলছে বর্ষার মৌসুম। তাই প্রতিদিন বৃষ্টি হচ্ছে। যার কারণে আর্দ্র আবহাওয়ায় বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস বাসা বাধে সহজেই। এই কারণে ঘরের ছোট বড় সকলেই কাশি, ঠাণ্ডা, গলা খুসখুস ইত্যাদি সমস্যায় ভুগেন। আবার অনেক সময় ঠাণ্ডা খাবার খাওয়ার কারণে ও হতে পারে এই সমস্যা। তাই কিছু ঘরোয়া পদ্ধতি ফলো করলেই এই ঠাণ্ডা জনিত সমস্যা দূর করা সম্ভব। 

 

যে কারণে শুষ্ক কাশি হতে পারে

শুষ্ক কাশি মূলত হয় অ্যালার্জি থেকে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের হওয়ার প্রবণতা থাকে। তাছাড়া অসিদ্ধিটি, এমনকি হাঁপানি সমস্যা থাকলে ও হতে পারে এই ঠাণ্ডা জনিত শুষ্ক কাশি। শুষ্ক কাশি হলে গলা কিছুটা ব্যথা হয়। 

 

শুষ্ক কাশির প্রতিকার করবেন যে ভাবে 
 শুষ্ক কাশি দূর করতে পান করতে হবে মসলা যুক্ত চা। আর পান করতে হবে কুসুম গরম পানি প্রতিবার। আর যারা কফি পান করেন তারা কফি খাওয়া একদম কমিয়ে দিবেন এই পরিস্থিতি। 

 

কফযুক্ত কাশি হওয়ার কারণ 

কফযুক্ত কাশি এটা খুবই কমন একটি সমস্যা। অনেক সময় দেখা যায় রাতে কাশে বাচ্চারা। যার ফলে এটি সংক্রমণের ভয় থেকে যায়।

 

তাই কফযুক্ত কাশি হলে সঠিক সময়ে তাড়াতাড়ি চিকিৎসা নিন।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ