Skip to content

৩০শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রবীণ অভিনেত্রী জয়ন্তী আর নেই

জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী জয়ন্তী মারা গেছেন। ২৬ জুলাই (সোমবার) বেঙ্গালুরুতে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।

জানা যায়, বার্ধক্যজনিত কারণে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের প্রবীণ এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে কৃষ্ণ কুমার।

জয়ন্তী তার জীবদ্দশায় ৫০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন জয়ন্তী। এর মধ্যে কয়েকটি হিন্দি সিনেমা রয়েছে। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে অন্যতম জনপ্রিয় মুখ জয়ন্তীকে আখ্যা দেওয়া হয়েছে ‘অভিনয় শারদ’ হিসেবে।

জয়ন্তীর সিনেমায় আত্মপ্রকাশ ঘটে ১৯৬৩ সালে। তার প্রথম সিনেমা ‘জেনু গুডু’। এর পর ধীরে ধীরে ‘কলাবতী’, ‘মিস লীলাবতী’, ‘তুলসী’, ‘বানশঙ্করী’, ‘ভক্ত প্রহ্লাদ’, ‘বড়ি পনথুলু’, ‘কোন্ডাভীতি সিংহম’ ও ‘ডোঙ্গা মোগুডু’র মতো অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

জনপ্রিয় এই অভিনেত্রী কর্ণাটক স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন সাত বার। এবং ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন দুইবার। এই পুরস্কার দুটির বাইরে তিনি আজীবন সম্মাননা পেয়েছেন।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ