আবারও নারীদের পোশাককে দুষলেন ইমরান খান
নারীদের পোশাককে ধর্ষণ এর কারণ হিসেবে দায়ী করে পূর্বেও সমালোচনার মুখে পড়েছিলেন ইমরান খান। নারীরা স্বল্প বাসনা নিয়ে চলাফেরা করলে পুরুষদের মন চঞ্চল হতে পারে বলে মন্তব্য করে আবারও বিতর্কিত পাকিস্তান প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে ইমরান খান কে প্রশ্ন করা হয় পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণ ও যৌন হেনস্তার ঘটনায় নারীদের পোশাকের কোন প্রভাব আছে বলে মনে করেন কি না?
উত্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন , কামনা বাসনা সংবরণ করার জন্যই পর্দাপ্রথার প্রচলন হয়েছে। তবে এই সংবরণের জন্য যে ইচ্ছাশক্তি দরকার, তা সবার মধ্যে নেই।
তিনি আরও বলেন, পুরুষেরা রোবট নয়, নারীরা স্বল্পবাসনা হয়ে চলাফেরা করলে মন চঞ্চল হতেই পারে।
পাকিস্তানে ধর্ষণ বৃদ্ধির কারণ হিসেবে নারীদের 'অশ্লীল পোশাককে' দায়ী করায় মাসখানেক পূর্বেও ইমরান খান পাকিস্তানের অনেকের ক্ষোভের কারণ হয়েছিল। এবারের মন্তব্য কে ঘিরেও সমাজের একটি অংশের মধ্যে সমালোচনায় মুখর হয়েছেন ইমরান খান।