নিউজিল্যান্ডে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিউজিল্যান্ডের ওয়াইকেটো বিশ্ববিদ্যালয়ের দ্য পিএ অডিটোরিয়ামে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। রবিবার ওয়াইকেটো বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এই আয়োজন করে। প্রবাসে থাকা বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসবে।
দিনব্যাপী এ আয়োজনে ছিল বাংলা গান ও নৃত্য পরিবেশনা, মুখচিত্র অঙ্কন, মেহেদী ডিজাইন এবং সুস্বাদু বাঙালি খাবারের সম্ভার। রঙিন পোশাকে সেজে অংশগ্রহণকারীরা নববর্ষকে স্বাগত জানান এক উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াইকেটো বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নূর ইসলাম নূর। আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন ড. দেলোয়ার হোসেন বেগ, ড. লায়লা আরজুমান আরা, এস এম দিদারুল আবেদীন, মো. জাহিদুল ইসলাম, নাজিয়া সেতু, মুনাজ জাহান, রোটারিয়ান সাবিনা ইয়াসমিন, রবিউল ইসলাম শান্ত, মাহমুদ, সালেহ, আমিরা, তাহমিদসহ অনেকেই।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান খান চৌধুরী, শায়রা আলম প্রিয়াংকা, খালেদ বিন মুরাদ, সঞ্জয় সাহা ও সাধারণ সম্পাদক এমরান খান। এছাড়া আয়োজক সংগঠনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয় পুরো আয়োজন।
অনুষ্ঠান শেষে নূর ইসলাম নূর বলেন, “প্রবাসে থেকেও আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখছি—এই আয়োজন তারই প্রতিফলন। এটি আমাদের মধ্যে পারস্পরিক বন্ধনের একটি নতুন মাত্রা যোগ করেছে।”