ডাস্টবিনে মিলল সপ্তদশ শতাব্দীর চিত্রকর্ম
জার্মানিতে ডাস্টবিনে সপ্তদশ শতাব্দীর দুই মূল চিত্রকর্ম পাওয়া গেছে। গত মাসে বাভারিয়া রাজ্যের একটি হাইওয়ে সার্ভিস স্টেশনে ৬৪ বছরের এক ব্যক্তি তেল রঙে আঁকা ওই চিত্রকর্ম দুইটি খুঁজে পান।
কুড়িয়ে পাওয়া ছবিগুলোর একটি ১৬৬৫ সালে ইতালির শিল্পী পিয়েত্রো বেল্লোত্তির আঁকা নিজের হাসি মুখের আত্মপ্রতিকৃতি। ওই সময় প্রতিকৃতি আঁকার জন্য বিখ্যাত ছিলেন বেল্লোত্তি। অন্য ছবিটি লাল রঙের টুপি পরা এক বালকের ছবি, যার মুখে বাঁকা হাসি। এই ছবিতে কোনও তারিখ নেই। শিল্পী নেদারল্যান্ডসের স্যামুয়েল ফন হুগস্ট্রাটেন। হুগস্ট্রাটেন একজন চিত্রশিল্পী এবং লেখক ছিলেন। প্রাথমিক পরীক্ষায় চিত্রকর্ম দুইটি আসল বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা।
প্রাচীন ডাচ চিত্রকর্ম সংগ্রাহক প্রতিষ্ঠান লেইডেন কালেকশন জানায়, ১৭ শতকে হেগের অভিজাতরা হুগস্ট্রাটেনকে দিয়ে পোর্ট্রেট আঁকানোর জন্য ‘লাইন দিতেন’। হুগস্ট্রাটেন ‘ইন্ট্রোডাকশন টু দ্য হাই স্কুল অব দ্য আর্ট অব পেইন্টিং’ নামে একটি বইও লিখেছিলেন, যা ১৬৭৮ সালে প্রকাশিত হয়েছিল।
এই মূল্যবান দুটি ছবি এখানে কিভাবে এলো তা নিয়ে পুলিশ সন্ধান চালাচ্ছে। ছবি দুটি এখন পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ ওই চিত্রকর্মের প্রকৃত মালিককে সামনে আসতে বা তাদের বিষয়ে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।