অন্তঃসত্ত্বা অবস্থায়ও দায়িত্বে অটল ডিএসপি!
ভারতের ছত্তিশগড়ে গর্ভবতী অবস্থায়ই ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদমর্যাদার এক নারী কর্মকর্তা রাস্তায় নেমেছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে । সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় শিল্পা সাহু নামের এই কর্মকর্তা মাস্ক পরে হাতে লাঠি নিয়ে মানুষকে করোনা নির্দেশিকা অনুসরণ করতে অনুরোধ করছেন।
ভাইরাল হওয়া এই ছবি টুইটারে শেয়ার দিয়েছেন এডিশনাল ট্রান্সপোর্ট কমিশনার দীপাংশু কাবরা। তিনি লিখেন, ছবিটি দান্তেওয়াদার ডিএসপি শিল্পা সাহুর। গর্ভাবস্থায় শিল্পা ঝলকানো রোদে তার দলের সাথে ব্যস্ত। রাস্তায় লোকটিকে লকডাউন অনুসরণ করার জন্য আবেদন করছে।
দীপাংশু আরো লিখেছেন, লকডাউনের সময় আপনারও একজন দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করা এবং বাড়িতে নিরাপদ থাকা উচিত।
ডিএসপি শিল্পাকে রিটুইট করে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা।