দীর্ঘস্থায়ী বৃত্তান্ত
আচ্ছা মায়া কেমন?
-এই তো কয়েক ক্রোশ দূরত্ব নিয়ে ও
আপনি আমি কাছাকাছি মায়া ঠিক এমন।
আচ্ছা বেদনা কেমন?
-এই তো যখন খণ্ড কালীন অভিমানে
আপনার আমার চোখ ভিজে যায় বেদনা ঠিক এমন।
আচ্ছা সুখ কেমন?
-এইতো ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না,
অথচ চোখের খেয়াল রাখে চোখ, মনের খেয়াল মন সুখ ঠিক এমন।