উই-এর আয়োজনে বৈশ্বিক ক্রেতা-বিক্রেতা সম্মেলন অনুষ্ঠিত
সম্মেলনে উই-এর ২৩০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। জুম প্লাটফর্মের মাধ্যমে এই আয়োজনের উদ্বোধন করেন উই-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উই এর বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু, উই এর উপদেষ্টা কবির সাকিব।
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্রেতারা যুক্ত হন এই সম্মেলনে। ভারত, দক্ষিণ আফ্রিকা, কানাডা, দুবাই, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের বড় উদ্যোক্তারা কথা বলেন এবং দেশীয় পণ্যের বিক্রেতা উই এর উদ্যোক্তাদের অনেকেই তাদের পণ্য সম্পর্কে ধারনা দেন।
উই-এর সারাদেশের উদ্যোক্তাদের জন্য এমন ভিন্ন আয়োজন ছিলো। এর মাধ্যমে উই এর পণ্য সারাপৃথিবীতে সমাদৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তারা।