Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যা সর্বগ্রাসী

এক টুকরো শুকনো মাটি নেই
শহর গ্রাম সব দখলে নিয়েছে পানি
ডুবে গেছে ভালোবাসার ঘর গৃহস্থলী।
উন্মাদ দুর্বিনীত জলের স্রোতে
বিলীন পিতৃ পুরুষের স্মৃতিময় উঠোন,
নিভে গেছে ক্ষুধা নিবারণে জ্বলন্ত উনুন।

বানের জলে দুচোখে দুঃস্বপ্ন ভাসছে
পোষা-প্রাণী,মরা লাশ ভাসছে জলোচ্ছ্বাসে,
তবুও ,একফোঁটা সুপেয় পানির হাহাকার,
নিত্য অনাহারে নেমে আসে রাতের আধার।

নিমজ্জিত জনপদে জাগে বুক-ভাঙা আর্তনাদ ,
বিষণ্ণ মনের কিনারে কাঁপে অদূরভবিষ্যৎ।
আবারও একদিন জল সিঞ্চনে কাদামাটি জেগে উঠবে
নাঙলের ফলায় মাটি কর্ষণে স্বপ্ন চাষি স্বপ্ন বুনবে।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ