Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবা

প্রিয় বাবা হারিয়ে গেছে দূর অজানার বাঁকে
জানি না সে কেমন আছে, কোথায় গিয়ে থাকে?
বাবা ছিলো আমার মনের সুখের বাকুমবাকুম
তার বিহনে ঘোর বেদনা কোথায় ধরে রাখুম!

আমার আকাশ জুড়ে ছিলো পূর্ণিমারই চাঁদ
বাবা ছিলো আমার কাছে বিধির আশীর্বাদ।

চলতে গেলে মনে পড়ে তার হারিয়ে যাওয়া
এখন আমার তাকে ছাড়া সুখটা হাওয়া হাওয়া।
বাবা তুমি ফিরে এসো লুকিয়ে থেকো না
তুমি ছাড়া কেমন আছি এসেই দেখো না।

তোমায় ছাড়া ঘুম আসে না চাঁদ জাগানো রাতে
তোমায় আমি খুঁজে বেড়াই বৃষ্টিস্নাত প্রাতে।
হাত বাড়িয়ে ডাকছি তোমায় অভিমানটা ভুলে
এসো ফিরে এসো আমায় নাও কোলে নাও তুলে।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ