Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাম্যবাদ

প্রতিটি মানুষের ভেতরে একটি করে গাছ আছে
গাছের ভেতরেও তাই একটি করে মানুষ আছে
গাছ এবং মানুষ একে অন্যকে
শ্বাসে-প্রশ্বাসে হারায়, আঁকড়ে ধরে বাঁচে

রৌদ্রদগ্ধ দিনে এই যেমন, ছায়ার নিচে এসে দাঁড়ায়
ফুলের গন্ধ নেই, ফল খায়
আমাদের পকেটে পকেটে যে টাকা
তা আসলে পাতা
পাতার পর পাতা গুনে গুনে
আয়ে-সঞ্চয়ে ব্যয়ে-অপব্যয়ে ফুরিয়ে আসে জীবনের খাতা

মাটি-পাতা, পাতা-মাটি
যাদের পাতা থাকে না, ছায়াহীন সম্বলহীন
তারা আবার ভিন্ন রকম দোপাটি
ফোটে, ঝরে, শুকিয়ে যায়
পৃথিবীতে প্রতিটি মানুষের-ই ভিন্ন ভিন্ন শেকড়ে ঠাঁই

শেকড়চ্যুত গাছ, না-মানুষের মতো নিজেই নিজের কাঁটাতার
মাটি যখন বহন করে সকলের ভার
বুঝে নিতে হবে, এ মাটিতে রয়েছে তারও সমান অধিকার

পরিবেশ কাকে বলে?
আকাশ থেকে নেমে আসা ঝর্ণাতলে
পাহাড়ের ধাপে ধাপে, সমতলে
তুমি-আমি-গাছ-নদী সকলে মিলেই পরিবেশ

সৃষ্টি করতে এসেছি বিপুলা পৃথিবীতে
ফুল আর ফল বিলোতে
ভারসাম্য ধ্বংস করি যদি,
অসাম্যের পৃথিবীতে তবে নিজেরাই তিলে তিলে হয়ে যাবো শেষ

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ