Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয় বাংলা

দিগন্ত বিস্তৃত ধান খেতের সামনে দাঁড়িয়ে আজ
এসো হৃদয় প্রসারিত করে বলি ‘জয় বাংলা’।

গগন তলে প্রবহমান নদীর সামনে দাঁড়িয়ে আজ
এসো উচ্চ কণ্ঠে বলি ‘জয় বাংলা’।

জয় বাংলা নামের জোয়ার এলে
অন্ধ বলে, প্রলয় বন্ধ হয় না ঠিকই
ভেঙে যায় যত শৃঙ্খল, শেকলে বন্ধ ঘরের তালা।

জয় বাংলা নামের প্লাবন এলে
লাবণ্যে তার পরিপূর্ণ প্রাণ
শ্লোগান ধারা জাগায় পাড়া, দহনদানে জুড়ায় জ্বালা।

জয় বাংলা মানে বিন্দু বিন্দু রক্তফোটা
সমষ্টির এক বর্ণমালা।

জয় বাংলা মানে আমার ভাষা তোমার ভাষা
জাগিয়ে আশা, জ্বালিয়ে মশাল, এক উজালা।

দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে,রক্তনদী সূর্যে মিশে
দুঃখ কাতর অশ্রু ফোটা, বীজ ফেটে তার চারা ওঠা

আলোর দেশে,সকল ভালোর স্বাধীনতার পথটি খোলা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ