Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেমন্ত

হেমন্তের প্রভাতে শুভ্র শিশির কণা সবুজ ঘাসের উপর হাসে
কুহেলিকার ফাঁকে রবির রক্তিম কিরণ বড়ই মধুর লাগে
খেতের আমন ধান কৃষককে হাতছানি দিয়ে ডাকে
পাকা ধান গোলায় ভরে কৃষক পায় অপার সুখ,
কৃষক বধূ মনের হরষে তৈরি করে নানান স্বাদের পিঠা
মৃদু শীতের আমেজে পিঠার স্বাদ অন্যরকম অনুভূতি জাগায়।

বিলের জলে মৎস্য ধরে জেলেরা মধ্য দুপুরে ফেরে নীড়ে
বিকেলের মিষ্টি রোদে শিশু কিশোর খেলার মাঠে হৈচৈ করে
সাঁঝের বেলা পাখপাখালির গান শুনে মন করে আনচান,
মেঘমুক্ত আকাশের পূর্ণিমার চাঁদ থেকে চোখ ফেরানো দায়
চাঁদের দেশে মনটা বার বার ছুটে যেতে চায়।

শিউলি কামিনী ফুলের সুবাসে হৃদয়ে লাগে দোলা
হেমন্ত মানে কৃষকের ঘরে ঘরে নবান্ন
হেমন্ত মানে প্রকৃতির অপরূপ শোভা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ