Skip to content

২০শে মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মায়ের আঁচল

শিশু কালে বায়না ধরতাম
মায়ের আঁচল ধরে,
দুই টাকা দাওনা গো-মা
কান্না কান্না করে।

প্রথমে মা ধমক দিতো
টাকা নাই বলে,
একটু পরে দিতো মায়ে
আঁচল থেকে খোলে।

যেথায় যেতো মা আমার
সেথায় যেতাম সাথে,
কোলে উঠার বায়না ধরতাম
ধরে মায়ের হাতে।

মায়ের মনটা অনেক বড়
মায়া মমতা ভরা,
আদর, স্নেহ, সোহাগ যেন
মায়ের মনটা গড়া।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ