Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

খোলনলচে

পাঁপড়ি ঝরে পড়া রাত
তোমার জন্য মেখেছি দুধভাত সহজ সরল কবিতায়
ক্ষরণ অনুভব করি, সহমরণের

 

কে কখন কোথায়, কীভাবে ডানা ঝাপটায়
কেনইবা জল চুপসে চুপসে পড়ে
যদি বলো, ওসব ভেবে আর কাজ কী

 

এলোমেলো, ভাবনাগুলোয় তো
চিরটাকাল, কবিতার সাক্ষী
সময় শুধু,ফুল ফোটানোর আগে
দু একপশলা কান্না ঝরিয়ে দিয়ে যায়l

 

আমরা তবু হিং টিং ছট
কানামাছি খেলতে নামি, দুচোখ বন্ধ, নৈকট্য গাঢ় হবে বলে
কমল কুসুমের দলে, জ্যোস্না এসে পড়ে

 

এদিক ওদিক ঘুরতে ঘুরতে যেদিকে হাত বাড়ায়
কাঁটার আঘাতে ফালা ফালা হয়
শূন্য আর দগ্ধ হৃদয়, বন্ধ্যা জমিতে পতিত, যেমন ফুল ফোটায়l

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ