কলঙ্কিনী
তোমাকে পাবার মোহে ঘুমহীন চোখে
প্রতীক্ষায় থাকি রাত্রির বুকে,
কলঙ্কের কালি লাগবে বলে
দাওনা ধরা তুমি অজানা আশংকাতে।
ভালবেসে কেউ যদি সব ছাড়তে পারে
আমার রাধা, পারনা কেন তূমি?
ভালবেসে আমি হই নিত্য অবুঝ কাঙ্গাল
তুমি হতে পারনা কেন কলঙ্কিনী ?