স্বাধীনতার ধরণ!
কতো মানুষকে মেরেছো তোমরা
স্বাধীনতা করেছো হরণ
আজ বলছো, স্বাধীনতা পেলে
এই যদি হয় স্বাধীনতার ধরণ
তবে পরাধীন কাকে বলে ?
আমাদের মিনি বসে থাকে রোজ
কাবুলিওয়ালা আসবে বলে
আমাদের মিনি ভয়ে শিহরে ওঠে
অবিরাম, গোলাগুলি খেলা হলে
তালিবান, তালিবান
তোমাদের জন্য ঘৃণা
জঙ্গিবাদ আর বিস্ফোরণ
আগামী পৃথিবী চায় না
আফগানিস্তান ছিনিয়ে নিলে বলে আর কৌশলে