নামে মিল থাকায় বিব্রত সাদিয়া ইসলাম মৌ
প্রচুর পরিমাণের মাদকদ্রব্য পাওয়া যাওয়াতে মোহাম্মদ পুরের বাবর রোড বাসা থেকে গ্রেফতার হয়েছেন কথিত মডেল মরিয়ম আক্তার মৌ।
মিডিয়াতে নিজের পরিচিতি লাভ করতে না পারলেও ব্যক্তি জীবনে অনেক বিশাল বহুল জীবন যাপন করেছেন তিনি। তিনি নিজেকে মডেল বলে পরিচয় করতো সবার কাছে। আর সেই সুবাদে ধনী পরিবারের ছেলেদের সাথে রাত জেগে পার্টি করতো, মদ, গাজা, ইয়াবা দিয়ে। পার্টি শেষ অন্তরঙ্গ সময় কাটিয়ে সেটার ভিডিও করে রাখতো। পরে সেই ভিডিও দিয়ে তাদের ব্ল্যাকমেইল করে তাদের থেকে হাতিয়ে নিত বিপুল পরিমাণের টাকা।
নামে মডেল মৌয়ের সাথে নিজের নামের মিল থাকায় খুবই খারাপ পরিস্থিতিতে পরেছেন শোবিজের একজন নাম করা সম্মানিত মডেল, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। এই বিব্রতকর পরিস্থিতিতে মৌ বলেন, ‘ঘটনার রাত থেকেই আমি বিব্রত হচ্ছি। আমার নামের সঙ্গে মিলে গেছে এমন একজনকে পুলিশ ধরেছে। আর এতেই অনেকে আমার পরিবার, স্বজন, বন্ধুদের নিউজ লিংক পাঠাতে ছাড়েনি। অথচ তারা কিন্তু দেখছে যে এটা আমি না। আমাকে হয়তো অনেকে বিষয়টি বলতে সাহস পায়নি, কিন্তু আমার পরিচিত মানুষদের অনেক বিরক্ত ও বিব্রত করেছে।'
গ্রেফতার করা কথিত মডেলকে আসলেই মডেল বলা যায় কিনা এই প্রশ্নের উত্তরে বলে, ‘মডেল তারাই যারা নিয়মিত স্টেজ শো করেন, ফ্যাশন শো করেন। মডেল হিসেবে এসব থেকে নিয়মিত সম্মানি নিচ্ছেন। মডেলের খোঁজে আমরা প্রথমে পোর্টফলিও দেখি। সেখানে যাদের নাম পাওয়া যায় তাদেরকে আমরা মডেল বলব। কিন্তু দীর্ঘদিন ধরে মডেলিংয়ে নেই বা তেমন কাজ করা হয়নি, এমন মানুষ যদি নিজেকে মডেল বলতে পছন্দ করেন তাহলে তো আর কারও কিছু করার নেই।'