Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাস্ক পরেও মেকআপ ঠিক রাখবেন যেভাবে 

করোনা মহামারীতে এখন মাস্কের বিকল্প নেই। তাই বিভিন্ন অনুষ্ঠানে গেলে মাস্ক পড়া বাধ্যতামূলক। কেননা করোনার কারণে সুস্থ থাকতে মাস্ক ব্যবহার করতে হবে। যেহেতু বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় বা উৎসবে যেতে হয় সেহেতু মেকআপ করা টা জরুরি। তাই মেকআপ করে বাইরে বেড় হওয়ার সময় মাস্ক পরতেই হবে। সমস্যাটা হয় তখনই। কেননা মেকআপ নষ্ট হওয়ার প্রবণতা থাকে। আর লিপস্টিক তো সহজেই ছড়িয়ে যায়। 

তাছাড়া মাস্ক পরে থাকলে ফেইস ঘেমে গিয়ে ফেইসে ব্রণ উঠতে পারে। তাই কীভাবে মাস্ক পরেও মেকআপ ঠিক রাখা যায় সেই কৌশল আজ জানবো। 

 

 

১)  যতটা সম্ভব মেকআপ কম ব্যবহার করুন। এতে যেমন ত্বক ভালো থাকবে তেমন মাস্কে মেকআপ লাগার প্রবণতা ও কম হবে।

২) মাস্ক ব্যবহার যেহেতু করবেন সেহেতু গাড় কোন লিপস্টিক ব্যবহার না করাই ভালো।এতে মাস্কে লিপস্টিক কম লাগবে। 

৩) করতে হবে ওয়াটারপ্রুভ মেকআপ কারণ এতে ঘাম কম হবে এবং নষ্ট ও কম হবে।   

৪) ব্যবহার করতে হবে ম্যাট লিপস্টিক। তাহলে মাস্কে লাগার ভয় থাকবে না।আর মেকআপ ও নষ্ট হবে না। 

৫) চোখ সাজাতে পারেন কাজল দিয়ে সুন্দর করে। সাথে মশকারা ও ব্যবহার করুণ। এতে চোখ আরো সুন্দর এবং বড় লাগবে।

৬) ব্লাশঅন আর হাইলাইটার ঠিক রাখার জন্য ব্যবহার করুণ মেকআপ স্প্রে। এতে ঘেমে নষ্ট হওয়ার চান্স কম থাকবে।

৭) যদি মুখ ঘামে তাহলে টিস্যু ব্যবহার করে আলতো করে মুখ মুছে নিন। এতে ঘাম মুছে যাবে এবং মেকআপ ঠিক থাকবে। 

৮) মাস্ক পরে বার বার খুলবেন না। তাছাড়া মুখে বার বার হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। তাহলেই মেকআপ ঠিক থাকবে। 

 

মেকআপ করার সময় কিছু ছোট ছোট দিক খেয়াল রাখলেই মেকআপ ঠিক থাকবে অনেক সময়। চেষ্টা করবেন মেকআপ শেষে মেকআপ স্প্রে ব্যবহার করার।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ