Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শুনানির আগে গাছ না কাটার নির্দেশ হাইকোর্টের

শুনানির আগে সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্ট তৈরি উদ্দেশ্যে গাছ কাটা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

 

শুনানির আগে গাছ না কাটার নির্দেশ হাইকোর্টের

 

আদালতের নির্দেশনার বাইরে গাছ কাটা হলে এ বিষয়ে আদালত অবমাননার আবেদনের উপর আগামী ২০ মে শুনানির তারিখ পড়ে।  আর এই সময়ের মধ্যে গাছ না কাটা নিশ্চিত করতে এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে নির্দেশ দেয় আদালত।  

 

শুনানির আগে গাছ না কাটার নির্দেশ হাইকোর্টের

 

এদিকে আজ মঙ্গলবার (১১ মে) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে, সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা আপাতত বন্ধ রাখতে বলে  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রয়োজনে নকশারও পরিবর্তন করা হতে পারে। এমনকি তিনি নিজে সরেজমিন একাজ পরিদর্শন করবেন বলে জানান।  এ বিষয়ে পরিবেশবিদদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এছাড়া বিষয়টির জন্য  একটি কমিটিও গঠন করা হয়েছে।  

 

শুনানির আগে গাছ না কাটার নির্দেশ হাইকোর্টের

 

আজকে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উঠে। আদালতে এ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ