Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র শবে কদর আজ

আজ রবিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর।  এ রাত ‘হাজার মাসের চেয়েও উত্তম’। কারণ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়।  আর এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরা নাজিল হয়।

 

মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত শবে কদর। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর। শবে কদরের রাতটি ইবাদত-বন্দেগিতে কাটিয়ে দেন সকল ধর্মপ্রাণ মুসলমানগণ।

 

শবে কদরের আরবি হল লাইলাতুল কদর বা সম্মানিত রাত। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয়। 

 

তবে শবে কদর কবে তা নিয়ে অনেক আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। ২০ রমজানের পর যেকোনে বিজোড় রাতে কদর হতে পারে। তবে, অধিকাংশ আলেম ২৬ রমজানের দিবাগত রাতকে শবে কদর বলে অভিহিত করেন।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ