Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

এভারেস্ট চূড়ায় প্রথম সৌদি নারী!

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এবার এর চূড়ায় উঠে ইতিহাসে নাম লেখালেন রক্ষণশীল দেশ সৌদি আরবের এক নারী।

 

এভারেস্ট চূড়ায় প্রথম সৌদি নারী!

 

রাহা মোহাররক। ২৫ বছর বয়সী এই নারী কঠোর রাষ্ট্র সৌদি আরবের ইতিহাসে নিজের কৃতিত্ব দেখালেন।

 

এভারেস্ট চূড়ায় প্রথম সৌদি নারী!

 

সৌদি আরব এমন একটি দেশ যেখানে নারীদের জন্য রয়েছে নানা বাধানিষেধ। বিশ্বের একমাত্র দেশ, যেখানে আজও মহিলাদের গাড়ি চালানো নিষিদ্ধ। কিন্তু রাহা সকল ধরনের বিপত্তি পাড়ি দিয়ে তার পর্বতারোহণের নেশাকে করেছেন বাস্তব।

 

এভারেস্ট চূড়ায় প্রথম সৌদি নারী!

 

সৌদি আরবের জেদ্দা থেকে আসা এই নারী ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি পর্বতশৃঙ্গ ও পাহাড়ের চূড়ায় ওঠার গৌরব অর্জন করেছেন।

 

এভারেস্ট চূড়ায় প্রথম সৌদি নারী!

 

রাহাকে সর্বপ্রথম তার পরিবারকে রাজি করাতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছিল। কিন্তু এভারেস্ট জয়ের পর সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে। রাহার অনেকদিনের নেশা ছিল পর্বতারোহণের। তিনি সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন। রাহার ধারণা, এ পথ অনুসরণ করে অপর কোন আরব নারী এই পর্বতশৃঙ্গে ওঠার অনুপ্রেরণা পাবেন।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ