আর ফেরা হলো না
অবশেষে আর ফেরা হলো না।পথের বাঁকে চপল পদধ্বনিমহুয়ার বনে মাতাল গন্ধ,উর্বশীর ঠোঁটে উন্মাতাল ঢেউস্মৃতির জলছাপে আদুরে মুখ,তবুও আর ফেরা হলো না!সময়ের কশাঘাতে দীর্ঘ হয় রাতঝরে পড়ে পায়রার শুভ্র পালক।সম্মুখে বিছানো আগুন পাথরকাব্যিক উঠোনে বিপ্লবী...