Skip to content

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন কবিতা

জোনাকিরা খেলা করে

জোনাকিরা খেলা করে
লাগে ভীষণ ভালো
কী চমৎকার! জোনাকিরা
দেয় ছড়িয়ে আলো।

জোনাকিদের আড্ডা দেখে
মনটা সুখে ভরে
বাঁশবাগানে আলোর মিছিল
মন টিকেনা ঘরে।

ভালো লাগে দেখতে এমন
আলোর দারুণ মেলা
রাত্র হলেই ভীষণ চলে
জোনাকিদের খেলা।

মেঠো পথে জোনাক দেখে
মন সুখেতে ভাসে
জোনাকিরা আমায় যেনো
অনেক ভালোবাসে।

নৃত্য করে জোনাকিরা
ওই যে ফুলের বনে
ইচ্ছে করে খেলা করি
জোনাকিদের সনে।

নতুন ধানের ঘ্রাণ
পাগল আমি নতুন ধানের
মিষ্টি মধুর ঘ্রাণে
কৃষক ভাইয়ের হাসি দেখে
দোলা লাগে প্রাণে ।

নতুন ধানের পিঠাপুলি
চলে ঘরে ঘরে
খোকা- খুকু মহাখুশি
খুব আনন্দ করে।

কৃষাণীও ব্যস্ত কাজে
স্বপ্ন ভরা বুকে
সোনার ধানের ছোঁয়া পেয়ে
মন ভরে যায় সুখে।

পাকা ধানের মিষ্টি ঘ্রাণ
চারদিকে ভাসে
নতুন ধানের আয়োজনটা
সবাই ভালোবাসে।

ধানের বোঝা উঠোনেতে
দারুণ উৎসব চলে
কৃষক ভাইয়ের বাড়ি যেন
শান্তির আলো জ্বলে।

পাখি ডাকে
পাখি ডাকে পাখি গাছে
পাখি ভালো লাগে
পাখি ওড়ে আকাশেতে
পাখি ফুল বাগে ।

পাখি ওই ধানক্ষেতে
পাখি আছে নীড়ে
সুখ আমি খুঁজে পাই
পাখিদের ভিড়ে ।

মনোযোগ দিয়ে শুনি
পাখি গায় গান
পাখি দেখে মনে খুব
শান্তির বান ।

উল্লাস করে পাখি
পাখি খায় ফল
ডানা মেলে উড়ে যায়
পাখিদের দল ।

পাখিদের ঢং দেখে
জুড়ায় যে আঁখি
পাখি আছে পাখি নাচে
চারদিকে পাখি ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ