চার কবিতা
দুর্দশাশরতে অকাল বৃষ্টিতেনেমে আসে বান,ডুবে গিয়ে সব স্বপ্নহয় খানখান।হতাশা নামে চাষীর চোখেনেই কোন ঘুম,ডুবে গিয়ে মাঠের ফসলসুখ হয় গুম।বর্ষাকালে বৃষ্টি নেইমাঠঘাট খাঁখাঁ,শরতে বৃষ্টি ঢল নামেবড় দুর্দশা।ভুলোমনসহসা আমি হারিয়ে যাইবিস্মৃতির অতলে,মাঝে মধ্যে হয় বাড়াবাড়িআসেনা কখনো...