Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জগন্নাথকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।

আজ বুধবার সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৩-০ গোলে হারিয়ে ‘খ’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল ইবি ফুটবল দল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে রয়েল, রাতুল ও কবির একটি করে গোল করেন।

প্রসঙ্গত, গত ৩১মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার ম্যাচের মধ্যদিয়ে এ প্রতিযোগিতার শুরু হয়। উদ্বোধনী ম্যাচে ৪-০ বিশাল ব্যবধানে হারায় পাবিপ্রবিকে। পরে হাবিপ্রবিকে হারায় ১-০ গোলে।

উল্লেখ্য, এর আগে বুটেক্সকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ