Skip to content

১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জোনাকি

সন্ধ্যা হলো আঁধার এলো
চাঁদ উঠবে একটু পরে
ঝোপেঝাড়ে আলো জ্বেলে
জোনাকিরা খেলা করে।

আঁধারে যেন জোনাকির মনে
খুশির বন্যা চলে
বাড়ীটা আজ সাজিয়ে দিয়েছে
হাজার প্রদীপ জ্বেলে।

মিটিমিটি আলোর সংকেতে
শিশুদের কাছে ডাকে
সবার হৃদয়ে চঞ্চলতা
জোনাকির জ্বলা দেখে।

দুষ্ট ছেলে যায় ছুটে
ধরবে একটা জোনাকি
রোহান ভাবে এমন সময়
ঘরে থাকা যায় কি?

মা বলেছে ধরবে না
ওরা শান্ত পোকা
রোহান দেখে সীমের লতায়
জোনাকি আলোর থোকা।

অনন্যা/জেএজে

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ