Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উপলব্ধি

সাগর ধায় নিরবধি,
বয়ে নিয়ে চলে একই নকশার পুনরাবৃত্তি।
কখনও শান্ত, কখনও বা যন্ত্রণাকাতর-
ছুড়ে ফেলে ক্রুদ্ধ উত্তাল তরঙ্গ সৈকতে
যেন মন ভাঙ্গা মানুষের উপলব্ধি।

রঙিন আশা প্রত্যাখ্যানের ধূলিসাৎ মুহূর্ত যেমন,
হৃদয়-দেয়ালে হানে নিঃশব্দ নিঠুর মোচড়।
কবরের শব্দহীন চিৎকার যেমন প্রতিধ্বনিত-
অনুবিদ্ধ হওয়া এক বিষাক্ত সত্যের দুরাশায়!
সে আশা মহাকাশে ধোঁয়াশা নীরবতার শব্দে,
একটি অনুরণন যেন শূন্যতার-রাতদিন বহমান,
হাজার আনন্দের ছন্দে যেন ছন্দ-পতন।

চলে এক বিকল্প জীবনপ্রবাহ,
নিরাভরণ অস্তিত্ব আবহ ভালোবাসার চাদরে মুড়ে,
অপেক্ষার প্রণতি সেখানে নিষ্প্রভ!
এক আলোকবিহীন বিড়ম্বনায়,সময়ের ঢেউ বয়ে যায়,
মহাসাগরের মতো অনুসৃত নকশায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ