Skip to content

৭ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বসন্তের আগমন

ফাগুনকে সঙ্গী করেই
বসন্তের আগমণ,

ঋতুরাজের শুভাগমণে
খুশি পরিপূর্ণ মন।

বৃক্ষরাজির নব সাজে
রঙিন হয়েছে জগৎ,


বিদায় নিয়েছে শীত ঋতু
সব বসন্তের ভগৎ।

রঙিন ফুলে বাগান ভরা
পতঙ্গের নিত্য খেলা,

বসন্তে রুপ শোভা দেখে
আমার কাটে সারাবেলা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ