অল্পনা নিয়ে কল্প
প্রথম দেখি তোমায় বৃষ্টির দিনে
কদমতলায় ছাতার তলায় থাকতে;
প্রথম দেখে মুগ্ধ হলাম আমার মনের অজান্তে
তুমি অল্পনা না পরী!
ইচ্ছা করে মন জায়গায় ঠাই দিতে –
ভালোবাসার তরী।
অল্পনা তুমি আমার প্রথম দেখা
প্রথম স্নিগ্ধতা;
তোমার সাথে আমার গল্প করে কত রাত জাগা।
অল্পনা তোমায় নিয়ে
আমার কত স্বপ্ন আছে
কি আর বলব ঘর বাধবো রাজি আছ তাতে!
ভাবছো বুঝি সংকল্পতে
তোমার যোগ্য নয়
থাকতে হবে বড় বাড়ি
রাজা হওয়া চায়।
মন থাকতে ধনের অভাব
ঘুচবে আমার ঘরে
কথা দিলাম- তোমায় নিয়ে থাকবো চিরকাল।