Skip to content

বিশ্ব আলোকচিত্র দিবস আজ

বিশ্ব আলোকচিত্র দিবস আজ

১৯ আগস্ট, ‘বিশ্ব আলোকচিত্র দিবস’। ফটোগ্রাফিকে কেন্দ্র করে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও এই দিবসটি পালিত হচ্ছে। ১৮৩৯ সাল থেকে প্রতি বছর এই দিনটি ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’ হিসেবে পালিত হয়। 

ফটোগ্রাফি একটা শিল্প। মানুষের মনের চোখ দেখার সক্ষমতার প্রকাশ ঘটে একটি ভাল ফটোগ্রাফিতে। ফটোগ্রাফির মাধ্যমে এমন ছবি প্রকাশিত যেখানে ছবি কথা বলে। অনেক বিষয় ফুটে উঠে। আর তাই ফটোগ্রাফির প্রতি ভালোবাসা প্রকাশ করে নানা আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি  উদযাপন করা হয়।

১৮৩০ সালে, যখন লুই ডাগে সর্বপ্রথম ফটোগ্রাফিক প্রসেস আবিষ্কার করেন, যার নাম 'ডাগেরোটাইপ'। দ্য ফ্রেঞ্চ অ্যাকাডেমি অব সায়েন্সেস ১৮৩৯ সালের ৯ জানুয়ারি সেই প্রসেসটি ঘোষণা করেন। এরপর ফরাসি সরকার ওই বছরেরই ১৯ অগাস্ট দিন থেকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে প্রত্যেক বছর এই দিনটি বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসাবে পালিত হয়।