ফ্যামিলি ম্যান-এর দ্বিতীয় মৌসুমে সামান্থা আক্কিনেনি
ভারতের জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান-এর দ্বিতীয় মৌসুমে দেখা যাবে দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে। দর্শক আগ্রহের তুঙ্গে থাকা এই সিরিজটি খুব শীঘ্রই মুক্তি পাবে একটি স্ট্রিমিং সাইটে। ফ্যামিলি ম্যান-এর দ্বিতীয় মৌসুমে সামান্থা আক্কিনেনিকের সঙ্গে থাকবে মনোজ বাজপেয়ি ।
ফ্যামিলি ম্যান- টু পরিচালনা করেছেন রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে। এই সিরিজটি দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাদের। এর আগে প্রযোজক হিসেবে বেশ নাম কুড়িয়েছেন তারা। এর আগে ফ্যামিলি ম্যান এর প্রযোজনা করেছিলেন রাজ ও ডিকে।
ফ্যামিলি ম্যান- টু তে সামান্থার চরিত্র নিয়ে রাজ ও ডিকে বলেন, ‘এমন সামান্থাকে কখনো দেখেনি কেউ’। বিশ্বের দর্শকের জন্য চমক নিয়ে আসছেন তিনি।’
সামান্থা তামিল সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন । তিনি ছবি প্রতি প্রায় ২ কোটি রুপি পারিশ্রমিক নেন। বর্তমানে সামান্থা একটি তামিল ও একটি তেলেগু সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।