Skip to content

৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কমনওয়েলথ গেমসে সরাসরি খেলা হচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের

কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো যুক্ত হওয়া নারী ক্রিকেটে সরাসরি খেলা হচ্ছে না বাংলাদেশের মেয়েরা। কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলতে হলে বাছাইপর্ব পাড়ি দিতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।

 

সোমবার আইসিসি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

 

মূলত, ২০২১ সালের ১ এপ্রিলের নারীদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে শীর্ষ ছয় দল ও স্বাগতিক ইংল্যান্ডকে  চূড়ান্ত করা হয়েছে। আর অষ্টম দলকে নির্বাচিত করা  হবে বাছাই পর্বের মাধ্যমে। ২০২২ সালের ৩১ জানুয়ারি শুরু হবে বাছাই পর্বের প্রতিযোগিতা।  বিজয়ী দল অংশ নেবে মূল পর্বে। 

 

 

কমনওয়েলথ গেমসে দ্বিতীয়বারের মতো যুক্ত হওয়া ক্রিকেটে মেয়েরা প্রথমবারের মতো অংশ নিবেন। যেটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

 

 

কমনওয়েলথ গেমসের ২২তম আসর অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বার্মিংহ্যামে। ২০২১ সালের ২৮ জুলাই শুরু হবে, আর শেষ হবে ৮ আগস্ট।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ