Skip to content

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মহিলাদের বিক্ষোভ

আগামী মাসের শুরুতেই অনুষ্ঠিত হতে যাওয়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ডোনাল্ড ট্রাম্পকে হারানোর আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে যুক্তরাষ্ট্রের নারীরা। গত শনিবার ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এ বিক্ষোভ মিছিল করেন হাজার হাজার মার্কিন মহিলা। খবর মার্কিন সংবাদমাধ্যমের। পাশাপাশি ওই মিছিল থেকে আমেরিকার সুপ্রিম কোর্টে সদ্য মনোনীত হওয়া প্রধান বিচারপতি এমি কোনি ব্যারেটকেও অপসারণেরও দাবি তোলা হয়।

 

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মহিলাদের বিক্ষোভ

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও ট্রাম্প প্রশাসনের অপসারণের দাবিতে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেছিলেন অসংখ্য মহিলা। তারই পুনরাবৃত্তি দেখা গেল শনিবার আমেরিকার বিভিন্ন শহরের রাস্তায়। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল থেকে ফ্রিডম প্লাজা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া মিছিলে হাঁটতে হাঁটতে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মহিলারা। স্লোগান তোলেন ট্রাম্পের মনোনীত করা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমি কোনি ব্যারেটকে অপসারণেরও।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ