Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে থাকার প্রতিশ্রুতি নিয়ে খাদ্য সহায়তা দিচ্ছে পাক্ষিক ‘অনন্যা’

'অসহায় মানুষের পাশে' নামক প্রজেক্টের মাধ্যমে গড়ে তুলছেন ত্রাণ তহবিল। অনন্যার এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনলাইন ভিত্তিক পাইকারি বাজার সদাগর ডট কম। প্রথম ধাপে গতকাল পাক্ষিক অনন্যা ও সদাগর ডট কম-এর যৌথ উদ্যোগে ৫০টি পরিবারকে দেওয়া হয় খাদ্যসামগ্রী ও স্যানিটাইজার। আয়োজকরা জানান, যে এলাকাগুলোতে ত্রাণসামগ্রী খুব একটা পৌঁছায় না তেমন এলাকাগুলোকেই বেছে নেওয়া হয়েছে। রাজধানীর বনশ্রী, স্টাফ কোয়াটার, কোনাপাড়া এলাকাগুলোতে দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে ৫০ জন দিনমজুর, রিকশাওয়ালাদের পরিবারকে ১ সপ্তাহের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, সেই সঙ্গে ঘর থেকে বের না হওয়ার প্রতিশ্রুতি নেওয়া হয়েছে।

ঘরে থাকার প্রতিশ্রুতি নিয়ে খাদ্য সহায়তা দিচ্ছে পাক্ষিক ‘অনন্যা’

আরও জানা যায়, ইতোমধ্যে করোনার কারণে ক্ষতিগ্রস্ত অন্তত ৫০০ শ্রমজীবী পরিবারের সদস্যদের কাছে খাবার পৌঁছে দেয়ার টার্গেট নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে বিতরণের জন্য খাদ্যসামগ্রী কেনার কাজ শুরু হয়েছে। এ কাজে সহযোগিতা করতে অনেকেই নীরবে হাত বাড়িয়ে দিয়েছেন।

 

যারা এই সংকটকালে পাশে থাকতে আগ্রহী তারা সাহায্য পাঠাতে পারেন এখানে 

বিকাশ নম্বর- ০১৬৮৬৫৯২২৮১,

ট্রাস্ট ব্যাংক, একাউন্ট নাম Anannya,

ব্যাংক অ্যাকাউন্ট- ০০৩০-০২১০০০৯২৭৯, কাওরানবাজার শাখা

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ