Skip to content

২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শরতের শুভ্র বসন

শরৎ মানেই আকাশের রঙিন মেঘগুলো খেলা করছে, চারিদিকে অসীম স্নিগ্ধতা। শরৎ মানে ই কাশফুলে ছেয়ে যায় চাইরে শরৎ মানেই নীল-সাদার মুগ্ধতা। তুলতুলের নরম শিমুল তোলার মতো আকাশের মেঘগুলো ভাসতে থাকে পরিবর্তন হয় আকাশের রং। শরৎ মানেই শুভ্রতা।
তবে বর্তমান আবহাওয়া দেখে বুঝার উপায় নেই যে শরৎকাল বহমান এই রোদ ঝলমল করছে আবার হঠাৎ বিদ্যুৎ চমকে অঝোরে পড়ছে বৃষ্টি তবে সময় ও নিয়ম দুটো অনুযায়ী এখন শুভময় শরৎকাল চলছে।
শরৎকালের প্রকৃতির যে অবিরাম সৌন্দর্য্য তা মুগ্ধ করে মনকে আরাম দেয় চোখে।

শরতের সাজ-পোশাকে নীল ও সাদা রংকে প্রাধান্য দেওয়া হয় বেশি। প্রকৃতির সঙ্গে এই রং ওতপ্রোতভাবে জড়িত। মূলত কাশফুলের সাদা শুভ্রতা আর আকাশের নীল স্নিগ্ধতা মানুষের মনকে ভরিয়ে দেয়। শরৎকালটা না সাধারণত মানুষ একটু উপভোগ করতে চায় হয়তো বা কাশফুলের জন্য হয়তোবা প্রকৃতিতে হঠাৎ সুন্দর কোন পরিবর্তন এর জন্য। এই সময়তে মানুষ ঘুরে বেড়াতে বেশ পছন্দ করে এবং ঘুরে বেড়ানোর জন্য মানুষ খুব স্নিগ্ধ এবং সাধারণ পোশাকে বেছে নেয় কারণ শরৎকালের গরমের একটা তীব্রতা থাকে। তবে গরমের তীব্রতার পাশাপাশি মৃদু হাওয়াও বয়ে চারিদিকে।

শরৎকালকে কেন্দ্র করে আর আগাগোড়াই যেহেতু সাদা নীলকে প্রাধান্য দেওয়া হয়। তবে শুধু এই সাদা নীলের মধ্যেই কেন আটকে থাকবে ফ্যাশন? কেন শরতকে কেন্দ্র করে আরো রঙিন হবে না শরৎকাল?
তাই এবারে শরতের শুধু সাদা নীল নয় নানান রঙিন ও উজ্জ্বল রঙের সমাহারের শরৎ হয়ে উঠুক মনোরম ও প্রাণবন্ত।
শরৎকে কেন্দ্র করে একটু স্নিগ্ধ তা রাখা উচিত পোশাক আশাকের মধ্যে পোশাকের রং যেন খুব রঙ চটা বা খুব গাড়ো না হয় এছাড়াও পোশাকের মধ্যে যাতে বহমান ঋতুর আবির্ভাব ফুটে ওঠে।
শরৎকে কেন্দ্র করে রংয়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। একমাত্র রঙ- ই পারে শরতের পোশাককে শুভ্র শরৎময় রূপ দিতে। সেই ক্ষেত্রে নীল সাদা আকাশী এই রঙগুলোর পাশাপাশি একটু হালকা কমলা, গোলাপি, হালকা সবুজ ও হালকা সবুজে নীল রং এই রং গুলোকে প্রাধান্য দিতে পারেন।

শরতের পোশাক-আশাক
শরতের পোশাক আশাক হিসেবে ঘুরতে যাওয়ার জন্য প্রথম প্রাধান্য অবশ্যই শাড়ি হওয়া উচিত। তবে এর মানে এই নয় যে স্বাচ্ছন্দের বাহিরে গিয়েও কারো শাড়ি পরতে হবে।
শরতের পোশাকের নকশার ক্ষেত্রে মেঘ, ফুল, সমুদ্র , লতাপাতা, মাছ, প্রজাপতি প্রভৃতি এই ধরনের নকশা কে প্রাধান্য দেওয়া উচিত। এই নকশাগুলোর সাথে বহমান ঋতুর এক নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ পোশাকের নকশাই বলে দেয় প্রকৃতিতে কি বিরাজ করছে এখন। শরতের পোশাকের ক্ষেত্রে অবশ্যই নকশার দিকে বিশেষ নজর রাখবেন।
এছাড়া বাটিক, ব্লক, স্ক্রিন প্রিন্ট এ ধরনের নকশা কেউ প্রাধান্য দিতে পারেন। কারণ অনেকেরই পছন্দের শীর্ষে বর্তমানে রয়েছে বাটিকের শাড়ি জামা কাপড় ইত্যাদি।

শরতের সাজ কেমন হবে

অবশ্যই মুখে যখন মেকআপ করবেন সে মেকআপ যাতে খুবই মিনিমাল হয় সেটিকে খেয়াল রাখতে হবে। চোখে কাজল পরতে ভুলবেন না গোলাপি রঙের লিপস্টিকের প্রাধান্য দিতে পারেন । শরতের পোশাক আশাকের সাথে এই রঙের লিপস্টিক সুন্দর লাগবে।
চুলে ফুল করার চেষ্টা করুন। বিশেষ করে বেলী ফুল। শরৎ মানেই চারিদিকে বেলি ফুলের গন্ধে মম করতে থাকে। তাই নিজের সাজকে আরো স্নিগ্ধ শুভময় করে তোলার জন্য চুলে অবশ্যই বেলি ফুল করতে ভুলবেন না।

সুন্দর এই শুভ্র শরৎ ঋতুকে স্মৃতিময় করে তুলতে নিজের সাজসজ্জার দিকে বিশেষ নজর দিন। প্রিয়জনের সাথে ঘুরে বেড়ান, আনন্দে কাটান।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ