Skip to content

‘হাউ সুইট, এক সেকেন্ডও বিরক্তির সুযোগ নেই’

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন। তবে এর আগেই তিনি বেশ কয়েকটি নাটক ও ওয়েব ফিল্মের শুটিং শেষ করে গেছেন। তার মধ্যে সবচেয়ে আলোচিত প্রজেক্ট হলো ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’।

নাটক ও টেলিছবিতে একসঙ্গে কাজ করলেও, এবারই প্রথম ওয়েব ফিল্মে জুটি বাঁধলেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ। কাজল আরেফিন অমি পরিচালিত এই রোমান্টিক কমেডির ট্রেইলার ইতোমধ্যেই ইউটিউবে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে আর দর্শকদের আগ্রহ তুঙ্গে।

পরিচালক কাজল আরেফিন বলেন, “আমাদের এখানে সাধারণত সিরিয়াস কনটেন্ট বেশি হয়। তবে আমি বরাবরই আনন্দদায়ক গল্প বলতে ভালোবাসি। ‘হাউ সুইট’ এমনই একটি কাজ। এটি দর্শকদের পুরোপুরি বিনোদিত করবে।”

অপূর্ব ও ফারিণও এই সিনেমার গল্প শুনেই মুগ্ধ হয়েছেন। চিত্রনাট্য পড়ার সময়ই তারা হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছেন। ফলে বোঝাই যায় গল্পের মজার উপাদান কতটা সমৃদ্ধ।

তাসনিয়া ফারিণ বলেন, “আমি একই ধরনের চরিত্র করতে চাই না। সবসময় নতুন কিছু খুঁজি। এই ওয়েব ফিল্মটি পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের, যা বলিউডের রোমান্টিক কমেডিগুলোর মতো। শুনেছি, পরিচালক অমি ভাই ভবিষ্যতে সিনেমা বানাবেন। যদি আমাকে সুযোগ দেন, তাহলে সানন্দে কাজ করব।”

দীর্ঘ ১২ বছর পর একসঙ্গে প্লেব্যাক করলেন জনপ্রিয় গায়ক বালাম ও ন্যান্‌সি। ‘হাউ সুইট’ এর গানের নাম ‘মায়া মায়া লাগে’। এটি লিখেছেন আসিফ ইকবাল এবং সংগীতায়োজন করেছেন আকাশ সেন। বালাম বলেন, “ন্যান্‌সি দারুণ গায়। এবারের গানটিও চমৎকার হয়েছে, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”

ঢাকা ও বরিশালের বিভিন্ন লোকেশনে ১৭ দিন ধরে হয়েছে ‘হাউ সুইট’-এর শুটিং। অনেকে মনে করছেন, এই ওয়েব ফিল্ম বড় পর্দায় মুক্তি পেলেও দারুণ হতো। বড় বাজেটের সিনেমাগুলোর সঙ্গে প্রতিযোগিতা নিয়ে পরিচালক কাজল আরেফিন বলেন, “একটা ভালো কনটেন্ট আরেকটা কনটেন্টকে এগিয়ে নেয়। যদি আজ একটি সিনেমা ব্লকবাস্টার হয়, তাহলে দর্শকদের আরও নতুন কনটেন্ট দেখার আগ্রহ বাড়বে।”

অপূর্ব-ফারিণ ছাড়াও এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল ও জিয়াউল পলাশ। এই ঈদে বিনোদনের ফুল ডোজ দিতে আসছে ‘হাউ সুইট’ যার এক সেকেন্ডও বিরক্ত হওয়ার সুযোগ নেই।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ